ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ঈদগাঁওর ৩ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হচ্ছে

mail-google-comমোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :::

ঈদগাঁওর ৩ কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হতে চলেছে। কেন্দ্র ৩টি হচ্ছে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, এবার এ তিন কেন্দ্রে নিয়মিত ও অনিয়মিত মিলে ১৯৭৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করছে। নকল ও ঝামেলামুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা। কেন্দ্র ৩টির ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে রয়েছেন সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোমেন খাঁন। কক্স-২ তথা ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব খুরশীদুল জান্নাত জানান, তাঁর কেন্দ্রে নিয়মিত ও এফ গ্রেড মিলে ৫৪৭ জন পরীক্ষা দিচ্ছে। অংশগ্রহণকারী বিদ্যালয়ের মধ্যে ৬টি মাধ্যমিক ও জুনিয়র হাই এবং ২টি সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ কেন্দ্রের হলসুপার গোমাতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবদুল জলিল। সহকারী সচিব নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। এ কেন্দ্রের পরীক্ষা কমিটির সদস্য শাব্বির আহমদের মতে, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কেন্দ্রে পরীক্ষা শেষ হতে চলেছে। কক্স-৪ তথা ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব গিয়াস উদ্দীন জানান, তাঁর কেন্দ্রে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬০৫ জন। হল সুপার মোখতার আহমদ এবং সহকারী সচিব এনামুল হক। এ কেন্দ্রে ২টি হাইস্কুলের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান। জেডিসির একমাত্র কেন্দ্র ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার কেন্দ্র সচিব অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভী বলেন, তাঁর কেন্দ্রে ১৩টি মাদ্রাসার ৮২২ জন পরীক্ষার্থী নিয়মিত পরীক্ষা দিচ্ছে। তবে মোট পরীক্ষার্থী ৮৫৯ জন ছিল বলে জানান কেন্দ্রের হল সুপার মাওলানা নজিবুল ইসলাম। খোঁজ নিয়ে জানা গেছে, উপরোক্ত তিন কেন্দ্রের কোনটিতেই অসদুপায় অবলম্বনের দায়ে কেউ বহিষ্কৃত হয়নি। এদিকে কেন্দ্রগুলি পরিদর্শনে আসেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সহকারী সচিবের নেতৃত্বে একটি টীম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম উদ্দীন।

পাঠকের মতামত: