ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

রামুতে সাংসদ কমলের আতিথেয়ায় মুগ্ধ হলেন বুলবুল-ফারুকসহ ১৩ জেলার সাংবাদিক নেতৃবৃন্দ

%e0%a6%93%e0%a6%93%e0%a6%93%e0%a6%93খালেদ হোসেন টাপু, রামু ::
কক্সবাজারের রামু উপজেলায় এমপি কমলের আতিথেয়ায় মুগ্ধ হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুকসহ ১৩ জেলার সাংবাদিক নেতৃবৃন্দ। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রামুর ওসমান ভবনে এসে সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের আতিথেয়তা মুগ্ধ হন সাংবাদিক নেতৃবৃন্দ।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতাদের সম্মানে নিজ বাসভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করেন সাংসদ কমল।
এসময় মঞ্জুরুল আহসান বুলবুল বলেছেন, রামু সম্পর্কে আমাদের ধারণা পাল্টে গেছে। আমরা অসাধারণ স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি। রামু নাম শুনলেই সাংবাদিকদের মধ্যে একটি নেতিবাচক ধারণা কাজ করতো। এখানে এসে দেখলাম রামুতে সম্প্রীতির চেহারা বিরাজ করছে। প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার কমলসহ জনপ্রতিনিধিদের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারক এমনকি প্রধানমন্ত্রীর সামনেও সাংবাদিকরা কথা বলতে পারেন। প্রধানমন্ত্রীকে রামু সম্পর্কে নতুন ভাবে জানান দিতে পারবেন সাংবাদিকরা।
তিনি বলেন, নাছির নগরে হামলা করা হচ্ছে। আমরা অন্তত বিশ্বাস করতে পারি যে, অপকর্ম যারা সংঘটিত করছে। তাদের বিচার হবে।
আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, রামু একটি অনন্য ঐতিহাসিক স্থান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রাজস্বী গ্রন্থে রম্য জনপদ রামুকে ‘শহর’ বলে আখ্যায়িত করেছিলেন। রামুতে অনেক বিদগ্ধ জ্ঞানী-গুনী মানুষের জন্ম হয়েছে। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য রয়েছে।
তিনি বলেন- মঞ্জুরুল আহসান বুলবুলের নেতৃত্বে দেশের সর্বোচ্চ পেশাদার সাংবাদিক সংগঠনের নেতারা আমার বাসভবনে এসেছেন। রামু সম্পর্কে নতুন ভাবে ধারণা নিয়ে ফিরে যাচ্ছেন। এজন্য আমরা অনেক বেশী আনন্দিত ও ধন্য হয়েছি।
এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক। এতে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ঢাকার সভাপতি সাবান মাহমুদ, চট্টগ্রাম বিভাগের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রামের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সাংবাদিক এসএম সাদিক, তোফায়েল আহমদ, শাহ আলম, মোজাম্মেল হক হাওলাদার, নওরশের আলী খান, জিএম স্বজল, প্রিয়তোষ পাল পিন্টু, ফজলুল কাদের চৌধুরী, এডভোকেট আয়াছুর রহমান, আমজাদ হোসেন, আব্দুল কুদ্দাছ রানা, জিএম রউফ, আছিফ সিরাজ, আতিউল করিম, গোলাম মোস্তফা, আবুল কালাম আযাদ, জহির সোহেল, হাবিবুর রহমান মিলন, আছাদুজ্জামান, আরিফ রহমান, আনিসুজ্জামান, জাবেদ, প্রনব বল, মনিরুজ্জামান, পল্লব, রবীন্দ্র পাল, সরওয়ার আজম মানিক, ফরহাদ ইকবাল, তৌফিকুল ইসলাম লিপু, ইমরুল কায়েস, দীপক শর্মা দীপু ও আহসান সুমন প্রমূখ।
পরিচয় পর্ব শেষে সাংবাদিক অর্পন বড়–য়ার সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতার, টেলিভিশন ও স্থানীয় শিল্পীরা। এছাড়াও এতে মনমুগ্ধকর সংগীত পরিবেশ করে সবাইকে সুরের মুর্ছনায় মাতিয়ে তুলেন সাংসদ কমল ও মানসী বড়ুয়া।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাংবাদিক নেতাদের বরণ করে নেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম। পরে তাদের সম্মানে রামু উপজেলা পরিষদ মিলনায়তনে চা-চক্র ও আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক পূর্বকোণের নিজস্ব সংবাদদাতা নীতিশ বড়–য়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। স্বাগত বক্তব্য রাখেন রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম।
এসময় বক্তব্য রাখেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ঢাকার সভাপতি সাবান মাহমুদ, চট্টগ্রাম বিভাগের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তীসহ নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. নিকারুজ্জামান, রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর প্রমূখ।
এর আগে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ ১৩ জেলার সাংবাদিক নেতারা রামু উপজেলার উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে নির্মিত দেশের সর্ববৃহৎ ১শ ফুট গৌতম বুদ্ধমূর্তি ও রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিদর্শন করেন। এসময় তারা রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ একুশে পদকপ্রাপ্ত পন্ডিত সত্যপ্রিয় মহাথের ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা করুণাশ্রী থের’র সাথে কুশল বিনিময় করেন। এসময় বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়–য়াও উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতারা বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে পৌঁছুলে রামু প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোছাইন হেলালীসহ সাংবাদিক নীতিশ বড়–য়া, খালেদ শহীদ, সুনীল বড়–য়া, খালেদ হোসেন টাপু, আব্দুল্লাহ আল মামুন, অর্পন বড়–য়া, সোয়েব সাঈদ, ওবাইদুল হক নোমান ফুলেল শুভেচ্ছা জানান।

পাঠকের মতামত: