ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সিটিসেল চালুর নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট, পরিশোধ করতে হবে ১০০ কেটি টাকা

citycellবিবিসি : বেসরকারি অপারেটর সিটিসেলের বন্ধ তরঙ্গ ও নেটওয়ার্ক চালু করতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিবিসিকে বলেছেন আদালত অবিলম্বে সিটিসেলের তরঙ্গ চালুর নির্দেশ দিয়েছে আর সিটিসেলকেও তাদের বকেয়া শোধ করতে হবে ।

সিটিসেলকেও ১৯শে নভেম্বরের মধ্যে ১০০ কোটি টাকা পরিশোধ করতে হবে ।

অন্যথায় বিটিআরসি আবারো তরঙ্গ বন্ধ করে দিতে পারবে বলে উল্লেখ করেছে আদালত ।

আজ এই আদেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের একটি বেঞ্চ ।

সিটিসেলের বকেয়ার অঙ্ক নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করে দিয়েছেন আপিল বিভাগ ।

আদেশে ৩০ দিনের মধ্যে এই বিরোধ নিষ্পত্তি করতে বলা হয়েছে ।

প্রায় পাঁচশ কোটি টাকা বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় গত ২০শে অক্টোবর সিটিসেলের তরঙ্গ বন্ধ করে দিয়েছিলো কর্তৃপক্ষ ।

পরে ২৪শে অক্টোবর বিটিআরসির সিদ্ধান্ত স্থগিত বা পুনরায় তরঙ্গ বরাদ্দের নির্দেশনা চেয়ে আদালতে সিটিসেলের পক্ষ থেকে আবেদন করা হয় ।

বন্ধ হওয়ার আগে সিটিসেলের গ্রাহক ছিলো প্রায় সাত লাখ ।

প্রতিষ্ঠানটির প্রায় ৩৮ শতাংশ শেয়ারের মালিক বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান ।

 

পাঠকের মতামত: