ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়ায় নৌ-পুলিশ ও ট্রান্সফোর্সের অভিযানে ৪৫ হাজার কারেন্ট ও ৮ হাজার মিটার বিহেন্দী জাল জব্দ

jalএম.জিয়াবুল হক, চকরিয়া :::

চকরিয়ায় ইলিশ আহরণ বন্ধে সাগরে বদরখালী নৌপুলিশের সহায়তা ট্রান্সফোর্সের সতের দিনের অভিযানে ৪৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৮হাজার মিটার বিহেন্দী জাল জব্দ করা হয়েছে। এসময় অভিযানে ৫ কেজি ইলিশ মাছসহ এক জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালত কারাদন্ড দিয়েছেন। বদরখালী নৌ-পুলিশের আইসি মোহাম্মদ ইসমাইল এ তথ্য জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমানের নেতৃত্বে গত ১২ অক্টোবর থেকে ট্রান্সফোর্সের এ অভিযান শুরু হয়েছে।

বদরখালী নৌ-পুলিশের আইসি মোহাম্মদ ইসমাইল বলেন, ট্রান্সর্ফোসের অভিযানের শুরুতে ১৩ অক্টোবর একটি কাঠের নৌকাসহ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। ওইদিন ৫ কেজি ইলিশ মাছসহ এক জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালত কারাদন্ড দেন। একইভাবে ১৪ অক্টোবর অভিযানে ৩ হাজার মিটার কারেন্ট জাল, ২হাজার মিটার বিহেন্দী জাল, ১৭ অক্টোবর এক হাজার মিটার কারেন্ট জাল, ১৮ অক্টোবর ২হাজার মিটার কারেন্ট জাল, এক হাজার মিটার বিহেন্দী জাল, ২৪ অক্টোবর ৫ হাজার মিটার কারেন্ট জাল, ২৫ অক্টোবর ১০ হাজার মিটার কারেন্ট জাল, ৫ হাজার মিটার বিহেন্দী জাল, ২৬ অক্টোবর ৬ হাজার মিটার কারেন্ট জাল, ২৭ অক্টোবর ৩হাজার মিটার কারেন্ট জাল ও ২৮ অক্টোবর ১০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তিনি বলেন, জব্দকৃত এসব জাল ট্রান্সর্ফোসের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হবে। #

পাঠকের মতামত: