ঢাকা,মঙ্গলবার, ৭ মে ২০২৪

সবার মতামত নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি রিজভীর

_rizviঅনলাইন নিউজ ডেস্ক ::::

আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠানের পাশাপাশি ভোট আয়োজনের জন্য সবার মতামত নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে সার্চ কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই বিএনপি নেতা বলেন, রক্তঝরা নির্বাচন করে ক্ষমতায় থাকাটাই আওয়ামী লীগের কাউন্সিলের মূল প্রতিপাদ্য বলে আমাদের মনে হয়েছে এবং জনগণ সেটি বিশ্বাস করে। সত্যিকারের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনে মানুষের নির্ভয়ে ভোট দিতে পারার শর্ত থাকে, যাকে তারা মনে প্রাণে ঘৃণা করে। এ বিষয়টি তাদের কাউন্সিলে দলের সভানেত্রীর বক্তব্যে আমরা পেয়েছি। অধিকাংশ রাজনৈতিক দল আওয়ামী লীগের কাউন্সিলে যায়নি দাবি করে রিজভী বলেন, এর মধ্য দিয়ে বোঝা যায়, আওয়ামী লীগের একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থাকে জায়েজ করতে কেউ আগ্রহী নয়। কাউন্সিলের পর থেকে তাদের নেতৃবৃন্দের কথা-বার্তায় জাতি আশান্বিত হওয়া দূরে থাক, তাদের বক্তব্যে একনায়কতান্ত্রিক জিঘাংসামূলক নির্দয় স্বৈরশাসনেরই প্রতিফলন পুনর্ব্যক্ত হয়েছে। রিজভী আশঙ্কা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ আগামী নির্বাচনও নিজেদের অধীনে করবে, যাতে জনমতের প্রতিফলন ঘটবে না।

পাঠকের মতামত: