ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

বান্দরবানে সকাল সন্ধ্যা হরতাল পালিত

banderban-hortalবান্দরবান প্রতিনিধি  :

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলের এবং পাবত্য নাগরিক পরিষদ বান্দরবানের সভাপতি আতিকুর রহমানের মুক্তির দাবিতে আজ বুধবার  বান্দরবান পার্বত্য জেলায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। পার্বত্য চট্টগ্রামের পাঁচটি বাঙ্গালী সংগঠনের আহবানে এই হরতাল চলছে। বাঙ্গালী সংগঠনের নেতারা জানান, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন পাশের আগে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মানুষের মতামত নেয়া হয়নি, তাই এই আইনের মাধ্যমে কাজ করলে পার্বত্য চট্টগ্রামে ভূমি সংক্রান্ত বিরোধ ও সংঘাত আরো বেড়ে যাবার আশংকা রয়েছে। এদিকে হরতালের কারনে সকাল থেকে বান্দরবানের সাথে সারাদেশের দূর পাল্লার যান চলাচল বন্ধ রয়েছে, বান্দরবান ঢাকা- চট্রগ্রাম-ককসবাজারসহ জেলার রোয়াংছড়ি ,রুমা,থানছি ও রাঙ্গামাটি সড়কের সকল যান চলাচল বন্ধ থাকায় চরম দূর্ভোগে পড়েছে যাত্রীরা। হরতালের কারণে বান্দরবানের থেকে ঢাকা ও চট্টগ্রামমূখী কোন যানবাহন ছেড়ে না গেলে ও জেলা শহরের অভ্যন্তরে সকল প্রকার যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে । এদিকে হরতালের কারণে শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে আইনশৃংখলা রক্ষাকারি বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ জানান বান্দরবানে বাঙালী সংগঠনের ডাকা হরতাল চলছে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উল্ল্যেখ্য,এর আগে “পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন ২০১৬” মন্ত্রীসভায় নীতিগত অনুমোদন হওয়া এবং সংসদকে পাশ কাটিয়ে অধ্যাদেশ আকারে জারির অপচেষ্ঠার প্রতিবাদে গত ১০ই আগষ্ট ও ৪সেপ্টেম্বর রাঙ্গামাটিতে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠকের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী সংগঠনের ডাকে তিন পার্বত্য জেলায় সকাল সন্ধ্যা হরতাল পালিত হয়।

 

পাঠকের মতামত: