ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

সৌদি আরবে এক যুবরাজের মৃত্যুদন্ড কার্যকর

saudi

অনলাইন ডেস্ক ::

স্বদেশী এক ব্যক্তিকে গুলি করে হত্যার দায়ে সৌদি আরবে এক যুবরাজের মৃত্যুদ- কার্যকর হয়েছে। রাজধানী রিয়াদে তিন বছর আগে ঝগড়ার এক পর্যায়ে তিনি এক ব্যক্তিকে গুলি করেন। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, ওই যুবরাজের নাম তুর্কি বিন সাউদ আল কবির। রাজধানীতেই তার মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। তবে তার মৃত্যুদ- কিভাবে কার্যকর করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয় নি। তবে সেখানে বেশির ভাগই মৃত্যুদ- কার্যকর করা হয় শিরñেদ করে। তুর্কি বিন সাউদ আল কবিরের মধ্য দিয়ে এ বছর ১৩৪ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হলো। তবে রাজ পরিবারের কোনো সদস্যকে মৃত্যুদ- দেয়ার ঘটনা বিরল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্বদেশীকে গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে ওই যুবরাজকে। তার মৃত্যুদন্ডের ঘোষণা দিয়ে মন্ত্রণালয় বলেছেন, সবার জন্য নিরাপত্তা ও সুবিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার। তুর্কি বিন সাউদ আল কবিরের হাতে নিহত ব্যক্তির পরিবার ‘ব্লাড মানি’ বা মৃত্যুদ-ের পরিবর্তে অর্থ নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে। সৌদি আরবে রাজপরিবারে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ১৯৭৫ সালে বাদশা ফয়সালকে হত্যা। ওই হত্যার জন্য তার নিকট আত্মীয় ফয়সাল বিন মুসাইদ আল সাউদ দোষী সাব্যস্ত হন। এ জন্য তার মৃত্যুদ- কার্যকর করা হয়েছিল। এটাই সৌদি আরবে রাজপরিবারের মধ্যে সবচেয়ে আলোচিত মৃত্যুদ-ের অন্যতম। সৌদি আরবে যেসব মানুষকে মৃত্যুদ- দেয়া হয়েছে তার বেশির ভাগই হত্যাকা- ও মাদক পাচারের দায়ে অভিযুক্ত। তবে জানুয়ারিতে মাত্র একদিনে ‘সন্ত্রাসের’ অভিযোগে মৃত্যুদ- দেয়া হয় প্রায় ৫০ জনকে। এর মধ্যে ছিলেন শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল নিমর।

পাঠকের মতামত: