ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

খুটাখালী যুবদল আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় বক্তারা এ সরকারের হাতে কেউ নিরাপদ নয়

01সেলিম উদ্দিন, ঈদগাঁও প্রতিনিধি:::

 ঘরে থাকলে খুন বাহিরে থাকলে গুম, এ হল বর্তমান পরিস্থিতি। এ সরকারের হাতে  কেউ নিরাপদ নয়। প্রতিদিন খুন হচ্ছে আওয়ামীলীগ কর্মীর হাতে বিএনপির কর্মীরা। যুবদলের কর্মীরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে রাজনীতি করে। আর বিএনপি মুক্তিযুদ্ধের চেতনার দল। দেশে যে ভয়াবহ পরিস্থিতি চলছে ইহার থেকে মুক্তি পেতে হলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।  গতকাল ১৪ অক্টোবর শুক্রবার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভায় বক্তারা এসব কথা বলেন। বিকাল সাড়ে ৩ টায় দিগন্ত কিডস্ কেয়ার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের বিপ্লবী আহ্বায়ক আনিসুর রহমান। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কমিটির সিনিয়র সদস্য মাহাবুবুর রহমান। আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক মু ইদ্রীস ও সিনিয়র সদস্য নাছির উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও খুটাখালী ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যক্ষ এসএম মনজুর। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদল কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র সদস্য ইব্রাহীম খলিল কাকন। আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফি মেম্বার , সিনিয়র সহ সভাপতি এম জাফর আহমদ, সাংগঠনিক সম্পাদক ডা. শফিউল আলম শফি, বিএনপি নেতা আহমদ হোছন ও কাজী জাহেদ নেওয়াজ বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে চকরিয়া উপজেলা যুবদল সিনিয়র সদস্য ছৈয়দ আলম সাঈদ, সাইফুল ইসলাম খোকন, আরিফুল ইসলাম, ইউনিয়ন যুবদল আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য কামাল উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মাষ্টার বশিউর রহমান ও ছাত্রদলের সভাপতি শীষ মোহাম্মদ রাসেল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে খুটাখালী বিএনপি যুগ্ম সাধারণ সস্পাদক মো: সেলিম, সাবেক মেম্বার মো: শুক্কুর, অলিউল্লাহ, সাবেক মেম্বার আকতার আহমদ, আকতার কামাল, মো: ইছহাক, বাহাদুর, মিজানুর রহমান, মহিদু, জসিম উদ্দিন, ছাদেকুর রহমান, উপজেলা যুবদলের শহিদুল ইসলাম শহিদ, জসিম উদ্দিন ,ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির প্রায় ৩৭ জনসহ যুবদল ও ছাত্রদলের ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি এস.এম. মনজুর। সভায় সভাপতির বক্তব্যে মো: আনিছুর রহমান সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করে পুনরায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের উপর গুরুত্বারূপ করেন।

পাঠকের মতামত: