ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বিচারপতির স্ত্রীর কাছে ঘুষ দাবি,পুলিশের এএসআই গ্রেপ্তার

policeঅনলাইন ডেস্ক :::

হাইকোর্টের এক বিচারপতির স্ত্রীর কাছে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ দাবি করায় সাদেকুল ইসলাম নামে পুলিশের এক এএসআইকে (সহকারী উপ-পরিদর্শক) গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা
নেয়া ও তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিতে বলেছেন আদালত। বিচারপতি কাজী রেজাউল হকের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে গতকাল এ আদেশ দেন। এই পুলিশ সদস্য বিশেষ শাখায় (এসবি) কর্মরত। ওই পুলিশ কর্মকর্তা ঘুষ চাওয়ার সময় নিজের নাম সালাম ও পদবি উপ-পরিদর্শক (এসআই) বলেছিলেন। কিন্তু তাঁর প্রকৃত নাম সাদেকুল ইসলাম। হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দুই সন্তানের পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য সহকারী উপ-পরিদর্শক সাদেকুল ইসলাম বিচারপতির স্ত্রীর কাছে ২ হাজার টাকা ঘুষ দাবি করেন। এরপর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। একই সঙ্গে গতকাল সকালে ওই পুলিশ সদস্যকে আদালতে হাজির হতে বলা হয়। পরে ওই পুলিশ কর্মকর্তা হাজির হন। একপর্যায়ে আদালত হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. কামাল হোসেন শিকদারকে ডেকে সাদেকুল ইসলামকে পুলিশে সোপর্দ করতে বলেন। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

পাঠকের মতামত: