ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

‘মুক্তিযোদ্ধা’ সাইনবোর্ড লাগিয়ে বনের জায়গা দখল!

Dokholbajঈদগাঁও প্রতিনিধি :
কক্সবাজার জেলার উত্তর বনবিভাগের আওতাধীন ফুলছড়ি রেঞ্জের মেধাকচ্ছপিয়া বিটে মুক্তিযোদ্ধার নামে সাইনবোর্ড লাগিয়ে সরকারী জমি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বনের জায়গায় ‘মুক্তিযোদ্ধা ডা. মোহম্মদ হোসেন চৌধুরী’ নামে একটি সাইনবোর্ড লাগানো হয়েছে।

সেই সাইনবোর্ডে সরকারী বনভূমি নিজের দাবী করা হয়েছে।

দখলকৃত জমিতে পাহাড় কেটে ঘর নির্মাণ করছেন তিনি। অথচ এসব দেখেও না দেখান ভান করছে বন বিভাগের কর্তাবাবুরা।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন যাবত বনবিভাগের কর্মকর্তাদের নিয়ে বাকবিতন্ডা করে আসছিল উক্ত মুক্তিযোদ্ধা।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা কাজী মোকাম্মেল কবিরের নেতৃত্বে উক্ত জায়গাটি পরিমাপ করে। ফলে মুক্তিযোদ্ধা তার বিরোধিতা করে উচ্চ আদালতে যাবে বলে হুমকি প্রদান করেন রেঞ্জ কর্মকর্তাকে।

এসময় উপস্থিত ছিলেন মেধাকচ্ছপিয়া বিট কর্মকর্তা সাইয়েদ আবু জাকারিয়া, খুটাখালী বিট কর্মকর্তা আবদুর রাজ্জাক, ফুলছড়ি বিট কর্মকর্তা হাবিবুর রহমানসহ অত্র বিটগুলো বনপ্রহরীগণ। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন খুটাখালী আওয়ামীলীগ সভাপতি বাহাদুর হক, বেলাল আহমদ, সিএমসি সভাপতি মাষ্টার আবুল হোছনসহ আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।

 

পাঠকের মতামত: