ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আলীকদমে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ

oniom_1লামা প্রতিনিধি :::

আলীকদমের চম্পটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে বরাদ্দ স্কুল ইফেক্টিভনেস মডেল (এসইএম) ও উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়রা বেগম ও সহকারী শিক্ষক মো. সেলিম উদ্দিনের বিরুদ্ধে অভিভাকেরা জেলা শিক্ষা কর্মকর্তার কাছে টাকা আত্মসাতের অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, বিদ্যালয়ের নামে ২০১৫-১৬ সালে এসইএম খাতে ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়।
বরাদ্দকৃত অর্থ থেকে শিখন শেখানো খাতে ৯২ হাজার, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড খাতে ১০ হাজার, স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ পরিবেশ খাতে ৯ হাজার, জনসম্পৃৃক্ততা খাতে ৪৫ হাজার ও বিদ্যালয় সুশাসন খাতে ৩৫ হাজার টাকা খরচ দেখান প্রধান শিক্ষক। এসব খরচের ভাউচারের সাথে বাস্তবে কাজের মিল নেই বলে অভিযোগ রয়েছে। এছাড়া গত ১৮ জুন প্রাথমিক শিক্ষা উপবৃত্তি প্রকল্পের অর্থ বিতরণ শেষে ৮৭ হাজার টাকা উদ্বৃত্ত থেকে যায়। এসব টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। স্কুল পরিচালনা কমিটির সভাপতি নুরুল আলম এসব অভিযোগ সম্পর্কে জানেন না বলে জানান। উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাসুদেব কুমার সানা বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ এখনও আমরা পাইনি।’

পাঠকের মতামত: