ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়ায় ৬টি উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নএম.জিয়াবুল হক, চকরিয়া :::

চকরিয়া উপজেলার ৬বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেছেন আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৩আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় বর্ণাঢ্য এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম এম.এ, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম শম্পা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহবুব-উল করিম, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক মো. কামরুল আজম ও সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বুলবুল, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে ডিজিটাল ল্যাব স্থাপনকৃত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে যথাক্রমে- চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়, চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিএমচর উচ্চ বিদ্যালয়, দরবেশকাটা উচ্চ বিদ্যালয়, দিগরপানখালী উচ্চ বিদ্যালয় ও ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়।

স্থাপনকৃত শেখ রাসেল ডিজিটাল ল্যাবে রয়েছে- ১৮টি কম্পিউটার, একটি স্ক্যানার, প্রিন্টার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, মডেমসহ প্রয়োজনীয় আসবাবপত্র। #

পাঠকের মতামত: