ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কারামুক্ত হলেন এটিএম নুরুল বশর চৌধুরী

Nurul_1-1ইমাম খাইর::
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) বিকালে তিনি জেলা কারাগার থেকে বের হন।
কারামুক্ত হয়েই দলীয় নেতাকর্মীদের সংবর্ধনাসহকারে দলীয় অফিসে আসেন।
সেখানে অসংখ্য ভক্তকুল তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
তার কারামুক্তির খবরে পার্টি অফিসে ভীড় করে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ।
নুরুল বশর চেীধুরী একটি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করা মামলায় ৩১ জুলাই কক্সবাজার আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে জেলা ও দায়রা জজ মীর শফিকুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওই দিন নুরুল বশর চৌধুরী ছাড়াও একই মামলায় কারাগারে যান কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নুরুল বশর চৌধুরীর ছোট ভাই ফিরোজ খান চৌধুরী, কুতুবদিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমএ সালাম কুতুবী, কুতুবদিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন ভুট্টো।
প্রধানমন্ত্রী শেখ হসিনা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হত্যা, ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়ার হুমকি দেয়ার অভিযোগ এনে এটিএম নুরুল বশর চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে ২০১৩ সালের ২৪ নভেম্বর কুতুবদিয়া থানায় মামলা করেন জেলা শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল। মামলা নং-জিআর ১২৩/১৩।

 

পাঠকের মতামত: