ঢাকা,বুধবার, ৮ মে ২০২৪

সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন স্থায়ী কমিটিতে স্থান পাওয়ায় চকরিয়া-পেকুয়ায় আনন্দ মিছিল

Salahuddin-ahmedচকরিয়া অফিস:
অবশেষে বিএনপির কেন্দ্রীয় ১৯ সদস্য জাতীয় স্থায়ী কমিটির নাম ঘোষনা করা হল। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণীতে স্থান পেয়েছে কক্সবাজারের কৃতি সন্তান চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সাংসদ ও সাবেক যোগাপ্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এদিকে সালাহউদ্দিন আহমদ স্থায়ী কমিটিতে স্থান পাওয়ায় চকরিয়া ও পেকুয়া উপজেলায় আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।
দলের জন্য অপরিসীম ত্যাগ, অবর্ণনীয়-অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার এবং ঝুঁকি নিয়ে সংগঠনের দায়িত্ব¡ পালনের পুরস্কার হিসেবে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে বিচারাধীন সালাহউদ্দিন আহমেদকে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্থান পেয়েছেন।
আন্দোলন চলাকালে গত বছরের ১০মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ সালাহউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে তার পরিবার। একপর্যায়ে ওই বছরের মে মাসে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তার সন্ধান পাওয়া যায়। গত ১৯ মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। কাউন্সিলে দলের নতুন নির্বাহী কমিটি গঠনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সর্বময় ক্ষমতা অর্পণ করেন কাউন্সিলররা।

পাঠকের মতামত: