ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

নুরুল বশর চৌধুরীর মুক্তির দাবীতে চকরিয়ায় বিএনপির বিক্ষোভ

chakaria-ufazila-bnp-2-8-16_1চকরিয়া প্রতিনিধি:

ককসবাজার জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি,মহেশখালী-কুতুবদিয়ার সাবেক এম.পি এবং কুতুবদিয়া উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান এ.টি.এম নুরুল বশর চৌধুরী সহ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানি মুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে- চকরিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া) এর নেতৃত্বে চকরিয়া উপজেলা বিএনপি’র প্রতিবাদ সভা গতকাল ২আগষ্ট দুপুরে অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সভায়- বিএনপি, যুবদল, চকরিয়া উপজেলা ছাত্রদল, কলেজ ছাত্রদল, উপজেলা স্বেচ্ছাসেবকদল, উপজেলা তরুণ প্রজন্মদল এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে নুরুল বশর চৌধুরীর মুক্তির দাবী করেন। অবিলম্বে মুক্তি দেওয়া না হলে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে হুশিয়ারী দেন। উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি খোকন মিয়া ব‌লেন, নুরুল বশর চৌধুরী যেমনিভা‌বে একজন অ‌ভিজ্ঞ রাজনী‌তিবীদ, তেম‌নি একজন জন‌প্রিয় জনপ্র‌তি‌নি‌ধিই। তার জন‌প্রিয়তায় ঈর্ষা‌ন্বিত হ‌য়েই মিথ্যা মামলা দেওয়া হ‌য়ে‌ছে। এঘটনায় আমরা তীব্র নিন্দা, প্র‌তিবাদ ও অ‌বিল‌ম্বে নিঃশর্ত মু‌ক্তির দাবী জানা‌চ্ছি।#

মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখার উদ্যোগে কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ গতকাল ২আগষ্ট বিকাল ৪টায় বদরখালী বাজারস্থ উপজেলার অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে ছাত্রনেতা শহিদুল ইসলামের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হেফাজতুর রহমান চৌধুরী টিপুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. শাহেদ হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ জামিল ইব্রাহিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবদলের সভাপতি সাবেক চেয়ারম্যান মো. আবু ইউসুফ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাস্টার মোহাম্মদ ইব্রাহিম, বদরখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ আলী চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আমিন,উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোকাদ্দেছ, জাহেদুল ইসলাম জায়েদ, ইমরুল হাসান হান্নান (সাবেক ছাত্রনেতা) ও ফখরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন মাসুম, উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকিদুল হক চৌধুরী, এমরানুল মোস্তফা, হেফাজ উদ্দিন, মোস্তফা কামাল, রিদুয়ান হাফিজ, বদরখালী ফাজিল মাদরাসা ছাত্রদলের সভাপতি তোফায়েল ইসলাম ফরাহদ, উপস্থিত ছিলেন, বিএমচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার গোলাম ছোবহান, বিএনপি নেতা আলী আজম বাহাদুর, আলী মো: কাজল, গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের সহসভাপতি নুরুল হোসেন, পশ্চিম বড়ভেওলা যুবদলের সভাপতি বেলাল উদ্দিন, সি:সহসভাপতি শামীম, যুগ্ম সম্পাদক জমির, মোক্তার, বদরখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম মজিদ,কোনাখালী যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, ঢেমুশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক শামীম, উপজেলা ছাত্রদলের সি: যুগ্ম আহবায়ক মিছবাহ উর রহমান ও যুগ্ম আহবায়ক ওমর ফারুক, সাবেক ছাত্রনেতা আজিজ উল্লাহ, উপজেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান এনাম, শ্রমিক নেতা বাদশা, মিঠু, সালাহ উদ্দিন, ছাত্রদল নেতা শহিদুল মোস্তফা, আলাহউদ্দিন লিটন, শরীফ উল্লাহ খোকা, এম মোর্শেদ হাসান, মিজানুর রহমান, শহিদুল ইসলাম আপ্পী, নেছার উদ্দিন, নোমান, নাঈম উল্লাহ, সিফাত, সাঈদ, সালমান, দলিল, রফিক, সোহেল, সাইফুল ইসলাম, মনোয়ার আলম, আবু নেওয়াজ, মাঈন উদ্দিন, মো: তানিম, মো: জামশেদ, মো: শেখাব হোসেন, মোজাম্মেল, জিশান, বেলাল প্রমূখ। সভায় বক্তারা বলেন, বিএনপি নেতা নুরুল বশর চৌধুরীকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে জেলাব্যাপী কঠোর কর্মসূচী দিয়ে মুক্তি দিতে বাধ্য করা হবে বলে হুশিয়ারী দেন।

 চকরিয়া পৌর বিএনপি ও অঙ্গ- সংগঠনের বিক্ষোভ সমাবেশ

কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি নুরুল বশর চৌধুরীর মুক্তি দাবিতে মঙ্গলবার (২আগষ্ট) সকালে চকরিয়া পৌরশহরের প্রধান সড়কে চকরিয়া পৌরসভা বিএনপি ও অঙ্গ- সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী ও সাংগঠনিক সম্পাদক এম.গিয়াস উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদিক্ষন করে শহরের পুরাতন এসআলম কাউন্টার চত্বরে সমাবেশে মিলিত হয়।

অনুষ্টিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল আমিন কাউন্সিলর, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ কুতুব উদ্দিন কাউন্সিলর, পৌর বিএনপির সহ-সভাপতি ফিরোজ আহমদ সওদাগর, যুব বিষয়ক সম্পাদক এএম আলী আকবর, বিএনপি নেতা আবু বক্কর ছিদ্দিক নওশেদ, আনোয়ার হোসেন, সাহাব উদ্দিন, মাষ্টার আলমগীর, পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মনির, বর্তমান কমিটির আহবায়ক মাহমুদুল করিম, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এইচএম নুরুল আমিন, পৌরসভা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম.সাদ্দাম হোসেন নিশান, পৌরসভা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক কাইছার হামিদ, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সুমন, স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক রানা হামিদ, ছাত্রদলের সহ-সভাপতি সোহেল মাহমুদ, স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মামুনুর রহমান, সালাহ উদ্দিন, তারেকুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, জেলা শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম রফিক, ওয়ার্ড যুবদল সভাপতি যথাক্রমে মোহাম্মদ ইদ্রিছ, মিজানুর রহমান বাদশা, জকরিয়া বাপ্পী, জয়নাল আবেদিন, মনছুর আলম, ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল সভাপতি যথাক্রমে সাইফুল ইসলাম রানা, সাদ্দাম হোসেন, ওর্য়াড ছাত্রদল সভাপতি যথাক্রমে আলাউদ্দিন, শহিদুল ইসলাম, যুবদল নেতা মনিরুল ইসলাম, জিয়াবুল হক, শহিদুল ইসলাম, আবু বক্কর, নজরুল ইসলাম আর্ট, জাহাংগীর আলম মনিক, মোহাম্মদ শোয়াইব, স্বেচ্ছাসেবকদল নেতা মো.ফজল কাদের, মো.রাসেল, আবদুল হাকিম, মিজানুর রহমান, জাহেদুল ইসলাম, ছরওয়ার কামাল, ছাত্রদল নেতা মোহাম্মদ হাসান, আরমান উদ্দিন, আজিজুল হক বাদশা, কাইয়ুম উদ্দিনসহ অসংখ্য নেতাকর্মী। সমাবেশে বক্তারা অবিলম্বে কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান নুরুল বশর চৌধুরী ও বিএনপির সকল নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার পুর্বক নি:শর্ত মুক্তির দাবি জানান। #

 

পাঠকের মতামত: