ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান ইনুর

inuরক্তপাত বন্ধ করে জঙ্গিদেরকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আহ্বানে সাড়া না দিলে লাগাতার অভিযান চালিয়ে তাদের অস্তিত্ব ধ্বংস করা হবে।

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই হবে না বলে মন্তব্য করে জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি।

জঙ্গি-সন্ত্রাসকে বৈশ্বিক উৎপাত উল্লেখ করে ইনু বলেন, জঙ্গিরা মানবতার শত্রু, ইসলাম ধর্মসহ সব ধর্মের শত্রু, বাংলাদেশের শত্রু। দেশের বিরুদ্ধে জঙ্গি-সন্ত্রাসীরা অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। তারা সংবিধান মানে না, সংস্কৃতি মানে না, দেশীয় ঐতিহ্য মানে না। তাই জনগণ ও প্রশাসন আজ এককাতারে দাঁড়িয়েছে। জঙ্গিরা পরাজিত হবেই।

প্রায় আধাঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে তথ্যমন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন শেষে পথচারীদের মাঝে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী লিফলেট বিতরণ করা হয়।-আমাদের সময়

পাঠকের মতামত: