ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চকরিয়া পৌরসভার গরীব ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ চাউল বিতরণ করলেন মেয়র

11এম.জিয়াবুল হক, চকরিয়া :::

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪হাজার ছয়শত গরীব ও দুস্থ পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ভিজিএফ কর্মসুচীর আওতায় চাউল বিতরণ করা হয়েছে। বুধবার পৌরসভা ভবনে আনুষ্টানিক চাউল বিতরণ উদ্বোধন করেন পৌরসভার নবনির্বাচিত মেয়র ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রানালয়ের বরাদ্ধে প্রাপ্ত এসব চাউল বিতরণকালে পৌরসভার সচিব মাস-উদ মোরশেদ, নারী কাউন্সিলর রাশেদা বেগম, রাজিয়া সুলতানা খুকুমনি, আঞ্জুমান আরা বেগম, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর মকছুদুল হক মধু, রেজাউল করিম, বশিরুল আইয়ুব, জাফর আলম কালু, ফোরকানুল ইসলাম তিতু, জিয়াবুল হক, জামাল উদ্দিন, মুজিবুল হক মুজিব ও নজরুল ইসলাম এবং পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, পৌরসভা মৎস্যজীবিলীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন এবং ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, প্রথম দিন দুই হাজার পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। দ্বিতীয়দিন বৃহস্পতিবার অবশিষ্ঠ পরিবার গুলোর হাতে ভিজিএফ চাউল বিতরণ করা হবে। #

পাঠকের মতামত: