ঢাকা,সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

সড়ক ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ

মহেশখালী প্রতিনিধি :: দেশের গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে যাতায়াতের একমাত্র স্থলপথ মাতারবাড়ি–চালিয়াতলি সড়কটি প্রবল বর্ষণ জনিত কারণে ভেঙে গিয়ে যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল শনিবার সকালে সড়কের চিতাখোলা নামক স্থানের উত্তর পাশে ভেঙে যাওয়ার ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কয়লা বিদ্যুৎ প্রকল্পের কর্মস্থলে যাতায়াতকারী শত শত যানবাহন ও যাত্রী সাধারণ আটকা পড়ে।

মাতারবাড়ি–চালিয়াতলী সড়ক যোগাযোগ বিচ্ছিন্নের বিষয়ে মাতারবাড়ি ইউপি চেয়ারম্যান এস এম আবু হায়দার বলেন, অতি বর্ষণের ফলে সড়ক ভেঙে যাওয়ার বিষয়টি এলজিইডির উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।

মহেশখালী উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সবুজ কুমার বলেন, সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জেনে আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সড়কটিতে এলজিইডির অধীনে সংস্কার কাজ চলমান রয়েছে। ভেঙে যাওয়া অংশটি জরুরিভাবে মেরামত করে অনতিবিলম্বে সড়ক যোগাযোগ স্বাভাবিক করে দেওয়া হবে।

পাঠকের মতামত: