ঢাকা,শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চকরিয়ায় ট্যাংক লরি ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত

স্টাফ রিপোর্টার, চকরিয়া ::  কক্সবাজারের চকরিয়ায় ট্যাংক লরি ও সিএনজি অটোরিক্শার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। এসময় শিশুও চালকসহ আহত হয়েছে ৬ জন। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মহাসড়কের উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মা-মেয়ে হলেন, পেকুয়া উপজেলার মগনামাঘাট এলাকার আবদুস সালামের স্ত্রী রোকেয়া বেগম (৪০) ও মেয়ে জেসমিন আক্তার (১৮)।
আহতরা হলেন, হারবাং এলাকার দুদু মিয়া (৪৭) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৪০), বানিয়ারছড়া এলাকার বুলবুল জান্নাত (৩০) ও তার মেয়ে তানিয়া সুলতানা (৬)।
পুলিশ জানায়, দুপুরে পেকুয়ার মগনামা থেকে গর্ভবতী মেয়েকে ডাক্তার দেখাতে চকরিয়া আসছিলেন রোকেয়া বেগম। এসময় মহাসড়কের বানিয়ারছড়া আমতলী এলাকায় পৌছলে চট্টগ্রামমুখি একটি ট্যাংকলরি সিএনজি অপোরিক্শার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি অটোরিকশাটি ছিটকে পড়ে সড়কের পার্শ^বর্তী খাদে। ঘটটনাস্থলে প্রাণ হারায় মা রোকেয়া বেগম ও মেয়ে জেসমিন আক্তার। আহত হয় সিএনজি চালক ও অপর ৫ যাত্রী।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: