ঢাকা,বুধবার, ৮ মে ২০২৪

ইসলামে সন্ত্রাসের স্থান নেই: আল্লামা শফি

image_156937_0গোলাপগঞ্জ প্রতিনিধি :::

গোলাপগঞ্জ: সিলেটের গোলাপগঞ্জে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি বলেছেন, আজ সর্বত্র ইসলামকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। ইসলামের ওপর আঘাত হানা হচ্ছে নানাভাবে। আমাদের অনৈক্য আর নিজ ধর্মের মধ্যে কতিপয় গোমরাহ ও ধর্মবিরোধীর কারণেই বিধর্মীরা সুযোগকে কাজে লাগাচ্ছে। ইসলামে অসত্য, অন্যায়, সন্ত্রাসের কোনো স্থান নেই। ইসলাম ন্যায় ও শান্তির ধর্ম।

ইসলামকে অনুসরণ করলে দেশে কোনো হানাহানি ও সন্ত্রাস থাকবে না বলেও মনে করেন হেফাজত নেতা।

শনিবার সিলেটের গোলাপগঞ্জ পৌর সদরে নবনির্মিত মার্ভেলাস টাওয়ারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাপগঞ্জের শায়খুল হাদিস মাওলানা হিলাল উদ্দীনের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা আব্দুল আহাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবু নগরী।

দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন মার্ভেলাস টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মাওলানা নুরুল হুদা।

এ ছাড়া গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরীও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আসিক উদ্দীন, মাওলানা হাফিজ ফারুক আহমদ, হাফিজ মাওলানা আব্দুল গফফার, মাওলানা আব্দুল মতিন, হাফিজ মাওলানা হাবিবুল্লাহ জালালী, গোলাপগঞ্জ মডেল থানার ওসি একে এমম ফজলুল হক শিবলী, গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহিদুর রহমান সুহেদ প্রমুখ।

পাঠকের মতামত: