ঢাকা,শনিবার, ৪ মে ২০২৪

চকরিয়া আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন 

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের চকরিয়া আইনজীবী সমিতির বহুল প্রতিক্ষিত আইনজীবী কমপ্লেক্স ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে জিইয়ে থাকা ভবন নির্মাণকাজে অবশেষে গতি আসবে বলে মনে করছেন কর্মরত আইনজীবীগণ।

ভূমি বিরোধ নিষ্পত্তির পর অবশেষে মঙ্গলবার (১০ জানুয়ারী) বিকেলে ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।

ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে চকরিয়া আদালত প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল।

বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, পুলিশের চকরিয়া-পেকুয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার মো. তফিকুল আলম, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাওহীদুল আনোয়ার, চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টু।

সঞ্চালনা করেন চকরিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন চকরিয়া আদালতের এপিপি অ্যাডভোকেট এএইচএম শহীদুল্লাহ চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী ইলিয়াছ আরিফ, লুৎফুল কবিরসহ সর্বস্তরের আইনজীবীগণ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি জাফর আলম বলেন, ‘আমি এমপি হিসেবে নির্বাচিত হওয়ার পর আইনজীবী বন্ধুদের দাবির পরিপ্রেক্ষিতে চকরিয়ায় আইনজীবীদের বহুতল ও আধুনিকমানের ভবন নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ৫০ লক্ষ টাকার অনুদান এনে দিয়েছিলাম। কিন্তু জায়গা সংক্রান্ত জটিলতা থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের টাকা ব্যবহার করতে না পারায় সেই টাকা ফেরত চলে যায়।

এমপি জাফর আলম আশ্বাস দিয়ে বলেন, এবার যেহেতু জায়গার জটিলতা কেটে গেছে, সেহেতু আমি আবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো, যাতে ফেরত যাওয়া সেই টাকা আবারো আইনজীবীদের ভবন নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করেন।

 

পাঠকের মতামত: