ঢাকা,মঙ্গলবার, ৭ মে ২০২৪

জলদী-চুনতি অভয়ারণ্যে ঘুরে বেড়াচ্ছে বন্য হাতির পাল

নিজস্ব প্রতিবেদক :: কক্সবাজারের চকরিয়ার সীমানা ঘেষা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ও বাশখালীর জলদী অভয়ারণ্যে ৭/৮ টির মতো বন্য হাতি দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। বুধবার-বৃহস্পতিবার দুপুরে জলদী অভয়ারণ্যে রেঞ্জের চুনতি এলাকায় বনবিভাগের কর্মকর্তারা যখন বনায়ন এলাকা পরিদর্শন করছিলেন তখন হাতির পালটি তাদের সামনে পড়ে।

কিন্তু এ সময় বন্য হাতি গুলো কারো কোন প্রকার ক্ষতি করেনি বলে বনবিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানান।

এ ব্যাপারে বনবিভাগের জলদী অভয়ারণ্য রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আনিসুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুপুরে জলদী অভয়ারণ্যে রেঞ্জের চুনতি এলাকায় বনবিভাগের কর্মকর্তারা যখন বনায়ন সহ এলাকা পরিদর্শন করছিলেন তখন হাতির পালটি তাদের সামনে পড়ে। পাহাড়ে হাতির খাবার কমে যাওয়ায় তারা খাবারের সন্ধানে সর্বত্র ঘুরে বেড়ায় বলে তিনি জানান।

স্থানীয় জনগনকে একটু সাবধানে চলাচল করতে হবে বলেও তারা জানান।

পাঠকের মতামত: