ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কক্সবাজারের চৌফলদন্ডীতে পারাপারে বাঁশের সাঁকো !

ুুুুুপডপপপসেলিম উদ্দিন, ঈদগাঁও ::

কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে লোকজন পারাপার হচ্ছে সাঁকো দিয়ে। এতে করে গ্রামাঞ্চলের সাধারণ লোকজনের দূর্ভোগ আর দূর্গতি চরম পর্যায়ে পৌছেছে। জানা যায়, ঘুর্ণিঝড় ’রোয়ানু’র প্রভাবে প্রচন্ড বৃষ্টিপাতে চৌফলদন্ডী ইউনিয়নের খামার পাড়া বাজারের পশ্চিম পাশর্^স্থ নির্মিত ব্রীজের পাশর্^বর্তী একটি অস্থায়ী রাস্তা তৈরি করে। সে রাস্তাটি পানির ধাক্কায় ভেঙ্গে যায়। যার ফলে ঈদগাঁও বাজার হয়ে চৌফলদন্ডী রাখাইনপাড়াসহ প্রত্যন্ত গ্রামগঞ্জের লোকজন চলাচলে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এসবের দিকে দৃষ্টি রেখে ২৩ মে বিকালের দিকে স্থানীয় এলাকাবাসী গাছ আর বাঁশ দিয়ে চলাফেরার সাঁকো নির্মাণ করে। এ সাঁকোর উপর দিয়ে কক্সবাজার থেকে আসা কিংবা ঈদগাঁও থেকে যাওয়া লোকজন চলাফেরা করছে। এতে করে তারা কোন রকম দূর্ভোগ থেকে মুক্তি পেয়েছে। আবার ঈদগাঁও-খামার পাড়া-চৌফলদন্ডী ব্রীজের আগ মুহুর্ত পর্যন্ত রাস্তাটি যত্রতত্র স্থানে খানা খন্দকে ছেয়ে গেছে। পাশাপাশি চৌফলদন্ডী ব্রীজের পরবর্তী একটু অংশ রাস্তার নিচ দিয়ে বৃষ্টির পানি চলাচলের কারণে রাস্তা দেবে গেছে। যাতে করে যানবাহন চলাচলে দারুনভাবে দূর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে চৌফলদন্ডী ব্রীজের পরবর্তী নির্মিত রাস্তাটি পানির ধাক্কায় ভেঙ্গে যাচ্ছে। পথচারীদের মতে, অতিসত্ত্বর এ রাস্তাটি সংস্কার না হলে মৌসুমে প্রচন্ড জোয়ারে ব্যাপক আঘাত আনতে পারে।

পাঠকের মতামত: