ঢাকা,রোববার, ৫ মে ২০২৪

চকরিয়ায় অসামাজিক কাজে বাঁধা দেওয়ায় একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায় প্রতিবেশী নারী পুরুষের অনৈতিক কর্মকান্ডে বাধা দেয়ার জেরে হামলা চালিয়ে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম করা হয়েছে। মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর সকালে পৌরসভার ২ নং ওয়ার্ডের হালকাকারা বিমানবন্দর পাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা। ৷
হামলার শিকার পরিবারের সদস্যরা দাবি করেন, চকরিয়া পৌরভার ২নং ওয়ার্ডের হালকাকারা বিমানবন্দর পাড়া এলাকার হাসান আলীর পুত্র আবু তাহেরের সাথে একই এলাকার এক গৃহবধূ দির্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছে।

বিষয়টি নিয়ে গতকাল সকাল সাড়ে ৯ টার ওই গৃহবধূকে অনৈতিক কাজে বাঁধা দিলে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে ক্ষিপ্ত হয়ে ওই নারীর পক্ষে ভাড়াটিয়া লোকজন বেআইনি অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিত ভাবে হামলা চালায় প্রতিবশী প্রতিবাদকারীদের বাড়িতে। এসময় হামলায় পরিবারের নারী সদস্য রোকসানা বেগম(৪৫), কুলসুমা বেগম(৪০), শাহেনা আক্তার(২৭) ও তার শিশু পুত্র আহত হন।

আহতদের প্রতিবেশীরা উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রোকসানা বেগমের শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।এ ব্যপারে আইনি সহযোগিতা চেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পাঠকের মতামত: