ঢাকা,বৃহস্পতিবার, ৯ মে ২০২৪

গ্রামে গ্রামে সংগ্রাম পরিষদ গড়ে অবৈধ সরকারের পতন করতে হবে -শাহজাহান চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি :: কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, আর কোনো পাতানো নির্বাচন এই দেশে হতে দেয়া হবে না। তত্ত্বাবধায়ক দিতে সরকারকে বাধ্য করা হবে। গণতন্ত্র পুন:উদ্ধারের জন্য তত্ত্বাবধায়ক সরকারই একমাত্র উপায়। তাই গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত সংগ্রাম কমিটি করবে বিএনপি।
জ্বালানী তৈলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার (১২ আগস্ট) কক্সবাজার জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।
সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগকে আর ছাড় দেয়া হবে না। তাদের অধীনে জাতীয় নির্বাচন কোনোভাবেই হতে দেয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকার নিশ্চিত করেই সব দলের অংশ গ্রহণেই বিএনপি নির্বাচনে যাবে। দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে শাহজাহান চৌধুরী বলেন, সরকারী দলের লোকজন দেশের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে দিয়েছে। এ কারণে দেশের অবস্থা অতি সংকটের মুখে। দেশের রিজার্ভ শূন্য হয়ে পড়ায় অন্যায্য দ্রব্যমূল্য বাড়িয়ে জনগণের রক্ত শোষণ করা হচ্ছে।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নূরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, সহ-সভাপতি ও পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সহ-সভাপতি জালাল আহামদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক এম মোকতার আহমদ, আতাউল্লাহ বোখারী, জেলা কৃষক দলেরর আহ্বায়ক আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জল, পৌর বিএনপির সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক জিসান উদ্দীন জিসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. মোঃ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক আমীর আলী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতু্ব উদ্দীন, জেলা কৃষক দলের সদস্য সচিব শরীফ উদ্দীন বাবুল, গিয়াস উদ্দীন আফসেল, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন, রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু , টেকনাফ বিএনপির সাধারন সমপাদক শাহাদত হোসেন, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তৌহিদুল আনোয়ার , পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এড. মনির উদ্দীন মনির, সদর বিএনপি সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল্লাহ নুর , জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আবছার কামাল, হাজী আবদুর রহিম, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাস্টার জসিম উদ্দীন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম, সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রাসেদুল হক, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফারুক আজম, সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাব উদ্দীন, শহর সেচ্ছাসেবক দলের আহবায়ক এমরান সিকদার, শহর ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সদর উপজেলা ছাত্রদলের সি. যুগ্ম আহবায়ক আবু বকর , শহর ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী ও সরওয়ার রোমন।

এই বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মীরা অংশ নেন।

পাঠকের মতামত: