ঢাকা,সোমবার, ৬ মে ২০২৪

কক্সবাজার মহিলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে ক্রীড়া প্রশিক্ষণ সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি :: কক্সবাজার মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৭ দিন ব্যাপী ক্রীড়া প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ্যাথলেটিক্স,ব্যাডমিন্টন,হ্যান্ডবল প্রশিক্ষণ মোট ৩৪ জন নারী খেলোয়াড়রা অংশ নেয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেছিলেন কক্সবাজার জেলা প্রশাসকের সহধর্মীনি ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারজানা আফরোজ।

এদিকে ৭ দিনের নিবিড় প্রশিক্ষণ শেষে আজ ১৬ জন নারী ক্রীড়াবিদ নিয়ে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্বাধীনতা সুবর্নজয়ন্তী উপলক্ষে মুজিববর্ষ আন্তঃজেলা ক্রীড়া সপ্তাহ উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে চট্টগ্রাম যাবেন কক্সবাজার মহিলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়রা। এতে তারা এ্যথলেটিক্স,ব্যাডমিন্টন,হ্যান্ডবল খেলায় অংশ নেবে।

২২ জানুয়ারী বিকালে খেলোয়াড়দের সাথে সাবির্ক প্রস্তুতি নেওয়াকালে উপস্থিত ছিলেন কক্সবাজার মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খালেদা জেসমিন,সাবেক সাধারণ সম্পাদক গোপা সেন, কোষাধ্যক্ষ সামিনা কাশেম পান্না, সহ সম্পাদক কানিজ ফাতেমা সদস্য রেখা নন্দী।

এতে কোচ হিসাবে দায়িত্বে আছেন আলী রেজা তসলিম,টিম ম্যানেজার সাধারণ সম্পাদক খালেদা জেসমিন। তারা নারী খেলোয়াড়দের সফলতার জন্য জেলাবাসীর দোয়া কামনা করেছেন।

পাঠকের মতামত: