ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

শতবর্ষী নারী গুলবাহার চলে গেলেন না ফেরার দেশে

বেলাল আজাদ, কক্সবাজার :: কক্সবাজার জেলার শতবর্ষী নারী গুলবাহার বেগম ১০৭ বছর বয়সে বার্ধক্য জনিত অসুস্থতায় মৃত্যু বরণ করেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর একমাত্র পুত্র আবদুল ছমদ (৮৭)।
১৯১৫ সালের ২৩ জানুয়ারী উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া গ্রামে জন্ম গ্রহণকারী গুলবাহার বেগম ১১ অক্টোবর ২০২১ ইং একই (জালিয়াপালং) ইউনিয়নের সোনাইছড়ি গ্রামে নিজগৃহে মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন), একই দিন সকালে সোনাইছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবর স্থানে তাঁকে দাফন করা হয়। শতবর্ষী নারী মরহুমা গুলবাহার বেগম সোনাইছড়ি গ্রামের মৃত কালা মিয়ার স্ত্রী।
মৃত্যু কালে তিনি তাঁর একমাত্র পুত্র সহ অসংখ্য নাতী-নাতনী, পুতি-পুতনী ও সুতি-সুতনী (৫ম প্রজন্ম) রেখে যান। ব্যাক্তিগত ও সাংসারিক জীবনে অত্যন্ত পরহেজগার-পর্দানশীন, কঠোর পরিশ্রমী ও বিনয়ী এই মহীয়সী নারী তাঁর জীবদ্দশায় ১ম ও ২য় বিশ্ব যুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রত্যক্ষদর্শী ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত: