ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রামুর রাবার বাগান পরিদর্শণে মন্ত্রী পরিষদ সচিব মো. শফিউল অালম

FB_IMG_1467994114195অাবুল কাশেম সাগর, রামু :::

কক্সবাজারের রামু রাবার বাগান পরিদর্শন করেছেন মাননীয় মন্ত্রী পরিষদ সচিব মোঃ শফিউল অালম। শুক্রবার ( ৮ জুলাই) বেলা ১২টায় রামু রাবার বাগান পরিদর্শনপূর্বক রেষ্ট হাউজ অাঙ্গিনায়  বৃক্ষ রোপন করেন। এসময় উপস্হিত ছিলেন বিএফঅাইডিসি চেয়ারম্যানরদ মো.অাবদুল কাদির ( অতিরিক্ত সচিব), অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব)ও যুগ্ন সচিব মোমিনুর রশিদ অামিন, কক্সবাজার জেলা প্রশাসক মো. অালী হোসেন, মো. গিয়াস উদ্দিন, সচিব বিএফঅাইডিসি, মো. মাঈন উদ্দিন, মহা ব্যবস্হাপক এফঅাইডিসি চট্রগ্রাম জোন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, কক্সবাজার, রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী, উখিয়া সার্কেল অাবদুল মালেক,
রাবার বাগান ম্যানেজার মো. ওয়াহিদুল ইসলাম, রামু প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, রামু উপজেলা অাওয়মীলীগের সাধারণ সম্পাদক শামসুল অালম মন্ডল, মো. অাবুল হুদা, সভাপতি চট্রগ্রাম রাবার জোনসহ প্রমূখ।মাননীয় মন্ত্রী পরিষদ সচিব কক্সবাজার জেলার অন্যতম রামু বাগান পরিদর্শনে এসে বাগানের বর্তমান সার্বিক পরিস্হিতি দেখে সন্তোষ প্রকাশ করেন।তিনি বাগানের জামছড়ি এলাকায় গভীর অরণ্যে পরিদর্শনে যান এবং পর্যটন ও যাতায়ত উন্নয়নে একটি ঝুলন্ত ব্রীজ নির্মাণে দাবী জানান রাবার বাগান কর্তৃপক্ষ।

পাঠকের মতামত: