শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার, ৩১ আগস্ট ॥
কক্সবাজারের রামু খুনিয়া পালং এলাকায় এক মাদকসেবীকে গণধোলাই দিয়েছে জনতা। পরে স্থানীয়দের কয়েকজন তাকে উদ্ধার করে রামু হাসপাতালে ভর্তি করেছে।
বুধবার দিনের বেলায় স্টেশনে বসে গাঁজা সেবনের সময় আহমদ কবির ড্রাইভারকে ঘৃণ্যতম একাজ থেকে বিরত থাকতে নিষেধ করে এলাকার লোকজন।
তাদের অনুরোধ অমান্য করে গাঁজা সেবনকালে স্থানীয় লোকজন তাকে ধরে গণধোলাই দেয়। বুধবার সকাল ১১টায় খুনিয়াপালং স্টেশনে এ ঘটনা ঘটে।
খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আব্দুল মাবুদ জানান, গাঁজা সেবনের সময় কতিপয় লোকজন আহমদ কবির ড্রাইভারকে মারধর করেছে বলে শুনেছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পাঠকের মতামত: