ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

রামুতে পঞ্চম শ্রেণির ছাত্র নিখোঁজ

রামু প্রতিনিধি ::1

রামুতে পঞ্চম শ্রেণি পড়–য়া এক ছাত্র ৩দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ রহমত উল্লাহ খোকন (১১) রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া গ্রামের আবদুর রহিমের ছেলে এবং পশ্চিম মেরংলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

রহমত উল্লাহ খোকনের বাবা-মা জানান, গত রবিবার (২০ মে) সকাল ৯টায় সে স্কুলে যাওয়ার জন্য বের হয়ে আর ফিরে আসেনি। ইতিমধ্যে বিভিন্নস্থানে খোঁখাখুজি করেও তার সন্ধান পাওয়া য়ায়নি। ছেলেকে না পেয়ে বর্তমানে বাবা-মা সহ স্বজনরা চরম উৎকন্ঠায় দিন পার করছে। এনিয়ে বাবা আবদুর রহিম রামু থানায় সাধারণ ডায়েরী (নং ৮৭৩) করেছেন।

পাঠকের মতামত: