ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

মালেশিয়ায় দূর্ঘটনায় নিহত মাওলানা খোরশেদ আলমের লাশ দেশে, আজ রামু হাইস্কুল মাঠে জানাযা

cখালেদ হোসেন টাপু, রামু ::::

মালেশিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত রামু কেন্দ্রীয় জামে মসজিদের জামেয়াতুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা খোরশেদ আলমের নামাজের জানাযা আজ বুধবার আসরের নামাজ শেষে রামু হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে । মঙ্গলবার রাত দেড় টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন নিহত মাওলানা খোরশেদ আলমের লাশ। বর্তমানে চট্টগ্রামের রুটে লাশবাহি গাড়ী। তিনি মৃত্যুকালে স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধুব রেখে যান। তিনি রোববার (১৭ জুলাই) দুপুরে মালেশিয়ার একটি রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুত্বর আহত হয়ে একটি হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধিন থাকা অবস্থায় পাঁচদিন পর মারা যান।

এদিকে রামু কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক দেশে লাশ দেশে পৌঁছা এবং নামাজে জানাযার বিষয় নিশ্চিত করেছেন।

উল্লেখ্য যে, শনিবার (২৫ জুন) ১৯ রজমান রামু কেন্দ্রীয় জামে মসজিদের সহায়তা আনতে মালেমিয়া যায়।

পাঠকের মতামত: