ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

গর্জনিয়ায় মাদক সম্রাট কালুর স্ত্রী সহযোগিসহ আটক, ইয়াবা উদ্ধার

yaba atokনিজস্ব প্রতিবেদক :

রামুর গর্জনিয়ার আলোচিত রাজঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক স¤্রাট নুরুল ইসলাম ওরফে কালুর স্ত্রী ইয়াসমিন আক্তার ও তার সহযোগিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আহসান হাবিবের নেতৃত্বে এ অভিযান চলে। সহযোগির নাম আবদুল গফুর। সে কচ্ছপিয়া ইউনিয়নের বাসিন্দা। তাদের দেহ তল্লাসী করে ১৯০টি ইয়াবা ট্যাবলেটও এসময় উদ্ধার করা হয়।

এসআই আহসান হাবিব বলেন, ‘নুরুল ইসলাম কালু পঙ্গু হওয়ায় দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ব্যবসা পরিচালনা করে আসছিল তার স্ত্রী ইয়াসমিন। তারই ধারাবাহিকতায় কচ্ছপিয়ার গফুর ইয়াবা বহন করে তাদের বাড়ির সামনের রাস্তায় (১৯০টি ইয়াবা) ইয়াসমিনকে হস্তান্তর করছিল। গোপন তথ্যের ভিত্তিতে এমন সময়ে আমরা অভিযান চালিয়ে সফল হই। আটককৃত দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রামু থানায় হাজির করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়।’

পাঠকের মতামত: