ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

লামায় ২শত পিচ ইয়াবাসহ ব্যবসায়ী আটক

mail.google.comমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের লামায় ২০০ পিচ ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত ১০টায় গজালিয়া বাজার এলাকা থেকে মোঃ আবুল হোসেন (৩৫)কে আটক করা হয়। সে পাশের সরই ইউনিয়নের কেয়াজুপাড়ার বাসিন্দা মোঃ হাবিবুর রহমানের ছেলে।

স্থানীরা জানায়, দীর্ঘদিন ধরে আবুল হোসেন এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর আলম’র নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা সোমবার দিবাগত রাত ১০টার দিকে গজালিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় দেহ তল্লাশী চালিয়ে ২০০পিচ ইয়াবাসহ আবুল হোসেনকে হাতেনাতে আটক করে। পরে আটককৃতকে প্রাথমিক জিঙ্গাসাবাদ শেষে লামা থানায় সোপর্দ করেন গোয়েন্দা পুলিশ।

ইয়াবাসহ আবুল হোসেনকে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোহাম্মদ জাহিদ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। লামা থানা মামলা নং ০৩, তারিখ ০৭ মার্চ ২০১৬ইং।

উল্লেখ্য, এর আগে ৫ মার্চ ভোরে আজিজনগর ইউনিয়নের চেয়ারম্যান পাড়া থেকে ৭৯ পিচ ইয়াবাসহ আনোয়ার হোসেন রাজীব (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে স্থানীয় পুলিশ।

পাঠকের মতামত: