ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রামুতে নবনির্বাচিত চেয়ারম্যানকে হত্যাচেষ্টা, ২ চৌকিদার আহত, আটক ১

ৃৃৃখালেদ হোসেন টাপু, রামু ::

কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এমডি শাহ আলমকে হত্যাচেষ্টা ও দুই চৌকিদারকে ছুরিকাঘাতের ঘটনায় শহীদুল ইসলাম (৩২) নামে যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রশিদ নগর ইউনিয়নের মামুন মিয়ার বাজারে ঘটনাটি ঘটে। এ সময় তাৎক্ষনিক অভিযান চালিয়ে শহীদুল ইসলামকে আটক করে পুলিশ।

আটক শহীদুল ইসলাম উপজেলার রশিদ নগর ইউনিয়নের হরিতলা এলাকার মৃত জালাল আহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে শহীদুলের নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসীরা চেয়ারম্যানকে হত্যার উদ্দেশ্যে মামুন মিয়ার বাজার এলাকায় মহড়া দিতে থাকে। খবর পেয়ে চৌকিদার মো. আব্দুল মোতালেব (২৮) ও দফাদার ছৈয়দ নুর (৫০) সেখানে উপস্থিত হলে কিছু বুঝে উঠার আগেই তাদের উপর ফিল্মি স্টাইলে হামলা চালানো হয়। আহতদেরকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় রামু থানায় এজাহার দায়ের করা হয়েছে।

রশিদ নগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমডি শাহ আলম জানান, নির্বাচনের আগে থেকেই এলাকার চিহ্নিত সন্ত্রাসী শহীদুলের নেতৃত্বে তার সহযোগিরা তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এরই সূত্র ধরে মঙ্গলবার মামুন মিয়ার বাজারে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর প্রস্তুতি নেয়।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। ঘটনাস্থল থেকে শহীদু নামে যুবককে আটক করা হয়। ঘটনার সাথে জড়িত এমদাদুল হক কাদেরি, ওসমানসহ অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত: