ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রামুতে নদীতে ভাসা লাশ উদ্ধার

las uddarখালেদ হোসেন টাপু, রামু ::

কক্সবাজারের রামু উপজেলাধীন গর্জনিয়া ইউনিয়নের গিলাতলি ফরেষ্ট অফিস সংলগ্ন বাঁকখালী নদীতে ভাসমান অবস্থায় আবদুল করিম (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫জুন) বিকেল ৩ টার দিকে নদীর গিলাতলী বনবিট ভবনের সামনে থেকে পুলিশ ও স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করেন। নিহত বৃদ্ধ গর্জনিয়া ইউনিয়নের জাউচপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ভাসমান অবস্থায় মনে হচ্ছিল লাশটি কোনো ব্যক্তির। উদ্ধারের পর দেখা গেছে, লাশটি একজন বৃদ্ধা বয়সের ব্যক্তির। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে এ তথ্য জানালে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েকদিন আগে বাঁকখালী নদীর লেদুরমূখ এলাকায় দিনমজুরের কাজ করতে যায়। কিন্তু গত সোমবার নদীপার হতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন। ঘটনার দুই দিন পর তাঁর লাশ উদ্ধার করা হয় বলে তিনি জানান। এদিকে নিহত আবদুল করিমের নামাজের জানাযা শেষে স্থানীয় কবর স্থানে তাঁকে দাফন করা হয়।

পাঠকের মতামত: