ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

স্বামীর বিরুদ্ধে পর্নো আসক্তির অভিযোগ স্ত্রীর

আন্তজার্তিক নিউজ ডেস্ক ::

স্বামী অতি 53770_Pornমাত্রায় পর্নো আসক্ত। এ জন্য স্বামীর বিরুদ্ধে মুম্বইয়ে সুপ্রিম কোর্টে অভিযোগ দাখিল করেছেন এক স্ত্রী। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়েছে, শিশুদের পর্নোগ্রাফিতে আসক্ত হওয়ার বিষয় যখন ভারতের সুপ্রিম কোর্ট যাচাই বাছাই করছে, এমন সাইট ও সাইটে প্রবেশের পথ বন্ধ করে দেয়ার চেষ্টা করছে তখনই ওই নারী সামনে এগিয়ে এলেন। তিনি আদালতে বললেন, পর্নো আসক্তি কিভাবে মানুষের বিবাহিত জীবনকে ধ্বংস করে দিচ্ছে। মুম্বই হাই কোর্টে দাখিল করা তার অভিযোগে ওই নারী বলেছেন, তার স্বামী অতি মাত্রায় অনলাইন পর্নোগ্রাফিতে আসক্ত। তিনি আদালতের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে আহ্বান জানিয়েছেন এমন অশ্লীল সাইট বন্ধে যেন অবিলম্বে পদক্ষেপ নেয়া হয়। তিনি বলেছেন, সুশিক্ষিত হওয়া সত্ত্বেও তার স্বামী পর্নোতে আসক্ত হয়ে পড়েছে। এসব সাইট তরুণ সমাজকে ধ্বংস করে দেবে বলে তিনি দাবি করেন। তিনি অভিযোগে বলেছেন, ইন্টারনেটে পর্নোগ্রাফির ছড়াছড়ির ফলে তার স্বামী মূল্যবান সময় নষ্ট করে তা দেখে। এর ফলে তিনি আসক্ত হয়ে পড়েছে। এতে তাদের বিবাহিত জীবন ঝুঁকিতে পড়েছে। আবেদনকারী এই নারী একজন সমাজকর্মী। তিনি ৩০ বছর ধরে দাম্পত্য জীবনে আছেন। কিন্তু তাতে সমস্যা দেখা দেয় ২০১৫ সালে। ওই সময়ই দু’সন্তানের পিতা হওয়া সত্ত্বেও তার স্বামী পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েন। তার ভাষায়, আমার স্বামীর পর্নো আসক্তির কারণে ভীষণ দুর্ভোগ পোহাচ্ছি আমি ও আমাদের বাচ্চারা। এছাড়া আমি সমাজকর্মী। আমি দেখেছি মানুষের মধ্যে পর্নোগ্রাফির ব্যাপক প্রভাব পড়েছে। সহজে ইন্টারনেটে এসব পাওয়া যাওয়ার কারণে এটা ঘটছে। এই সহজপ্রাপ্যতা ভারতের পারিবারিক মূল্যাবোধের মারাত্মক ক্ষতি করছে। পর্নো আসক্তির কারণে মানুষ বিকৃত মানসিকতার হয়ে যাচ্ছে ও নৈতিকতা হারাচ্ছে। উল্লেখ্য, এর আগে সব রকম শিশু পর্নোগ্রাফি বিষয়ক সাইট বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

পাঠকের মতামত: