ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সোনাদিয়া চ্যানেলে ৬ জলদস্যুকে জনতা আটকের পর পুলিশের কাছে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক :

সোনাদিয়ায় ৬ জলদস্যুকে জনতা আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে। মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে ১লা জুন সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ জলদস্যুকে জনতা আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে জলদস্যুরা হলেন কুতুবদিয়া দক্ষিন ধুরুং মানিক চাঁন পাড়া এলাকার মো. হোসনের পুত্র নাছির উদ্দিন (২৭), কুতুবদিয়া উত্তর ধুরুং পুর্ব বাড়া খালী এলাকার মুক্তার আহমদের পুত্র ফজল করিম (২৮), কুতুবদিয়া দক্ষিন ধুরুং বানি ঘর পাড়া এলাকার মৃত নুরুচ্ছার পুত্র রেজাউল করিম (৩২), কুতুবদিয়া দক্ষিন ধুরুং বানিঘর পাড়া এলাকার ছলিম উল্লাহ’র পুত্র কামাল হোসেন (২০), কুতুবদিয়া দক্ষিন ধুরুং নয়া পাড়া বেলাল হোসেন (২৩) ও কুতুবদিয়া দক্ষিন ধুরুং মৃত আব্দুল মালেকের পুত্র শহিদুল ইসলাম (২৮)। বর্তমানে মহেশখালী থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বণিক জানান, সংবাদ শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে জলদস্যুদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি।

পাঠকের মতামত: