ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

সীমিত আকারে হজ নিশ্চিত করলো সৌদিদের জন্য

অনলাইন ডেস্ক :: সীমিত আকারে হজ নিশ্চিত করলো সৌদি আরব। স্থানীয়দের অংশগ্রহণে এবার সীমিত আকারে হজ পালন করা হবে বলে জানায় দেশটির সরকার।

সোমবার হজ কর্তৃপক্ষ জানায়, দেশের ভেতরের জনগণ সীমিত আকারে হজ পালন করতে পারবেন। তবে সৌদিতে অবস্থানকারী ভিন দেশের মুসল্লিরাও হজে অংশ নিতে পারবেন বলেও জানানো হয়।

এর আগে করোনার কারণে ওমরাহ হজ স্থগিত করে সৌদি সরকার। দেশটিতে এখন পর্যন্ত মোট করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ১ লাখ ৬১ হাজারের বেশি। প্রাণ গেছে ১ হাজার ৩০৭ জনের।

 

পাঠকের মতামত: