ঢাকা,রোববার, ১০ নভেম্বর ২০২৪

সিলেটের  নিম্নাঞ্চল এলাকা প্লাবিত “বিপদ সংকেত’’

অরুন সরকার, সিলেট ব্যুরো : টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের বিভিন্ন নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে । এছাড়া সুরমা,কুশিয়ারাসহ একাধিক উপজেলার নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং ‘ডেঞ্জার সিগন্যাল’ হিসেবে বেশ ক’টি নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অবস্থান করছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড’র একটি সূত্র। এরমধ্যে সিলেটের সুরমা নদীর পানি ১০.৫০সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা শেওলা নদীর পানি ১২.৭০সেন্টিমিটার, জৈন্তাপুর উপজেলার সারী নদীর পানি ১১.৬১ সেন্টিমিটার, কানাইঘাট উপজেলার লোভাছড়া এলাকার নদীর পানি ১৪.৬৮সেন্টিমিটার ও জকিগঞ্জের আমলশীদে কুশিয়ারা নদীর পানি ১৫.৩৭ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । এসকল উপজেলার বেশ কিছু নি¤œাঞ্চল এলাকা পানির নিচে তলিয়ে গেছে । তবে সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার আশপাশ এলাকা। সিলেট-গোয়াইনঘাট পরিবহণ যাতায়াত ব্যাবস্থা প্রায় অচল হয়ে পড়েছে । গত বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার (১২জুলাই) বেলা ৩টা পর্য্যন্ত একটানা বৃষ্টির কারনে এ উপজেলায় অন্তত অর্ধশতাধিক বসত-ভিটা পানির নিচে তলিয়ে গেছে । এরির্পোট লেখা পর্য্যন্ত নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত করছিলো ।

পাঠকের মতামত: