ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

মিষ্টি কুমরার মধ্যে পিস্তল, অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

111অনলাইন  ডেস্ক  ::::

মিষ্টি কুমরার মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পিস্তল, দুটি মূর্তি ও বন্দুকের ১০ রাউন্ড গুলিসহ ইমান আলী নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার দিবাগত গভীর রাতে চারঘাট উপজেলার শিশুতলা চেক পোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।ইমান আলী উপজেলার চামটা গ্রামের মৃত মোহর আলীর ছেলে। 

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মন জানান, চারঘাট-বানেশ্বর মহাসড়কের শিশুতলায় নিয়মিত পুলিশি চেক চলছিল। রাত ২টার দিকে মোটরসাইকেল নিয়ে ইমান আলী শিশুতলা পুলিশি চেক পোস্টের কাছে পৌঁছালে পুলিশ তার কাছে থাকা বাজার করার ব্যাগ তল্লাশি করে মিষ্টি কুমরা ও মুগ ডালের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় পিস্তল, দুটি মূর্তি ও বন্দুকের ১০ রাউন্ড গুলি উদ্ধার করে। 

এছাড়া ইমান আলীর দেহ তল্লাশি করে তার কোমরে কস্টেপ দিয়ে পেচানো একটি পিস্তল ও পিস্তলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ইমান আলীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে  পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। এ ছাড়া তার বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে।

পাঠকের মতামত: