ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

শুকিয়ে যাচ্ছে শঙ্খ, বিশ্ব পরিবেশ দিবস আজ

বান্দরবান প্রতিনিধি ::

উজান থেকে পানির প্রবাহ না থাকায় শীর্ণকায় হয়ে আছে শঙ্খ নদী। বেপরোয়া গাছ কাটা এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে বান্দরবান জেলায় গত এক দশকে বার্ষিক গড় বৃষ্টিপাত কমে গেছে। ফলে এখানে-ওখানে চর জেগে ওঠেছে নদীর বুকে। তাই রাজধানী ঢাকা, বন্দরনগর চট্টগ্রামে যখন জলাবদ্ধতায় অচল নগরজীবন, সেখানে পানি প্রবাহের অভাবে বাংলাদেশের নিজস্ব এই নদী শুকিয়ে যাচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, নাব্যতা ফিরিয়ে আনতে চলতি বছরে তারা শঙ্খ নদীর ৩২ কিলোমিটার খনন করবে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, বান্দরবান অংশে নয়, পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের দোহাজারী থেকে বাঁশখালী অংশে শঙ্খ নদীতে ড্রেজিং করার পরিকল্পনা নিয়েছে।

তবে উজানে ড্রেজিং না করে ভাটি অংশে ড্রেজিং করলে কোনো ফল পাওয়া যাবে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

উল্লেখ্য, বান্দরবানে পানি উন্নয়ন বোর্ডের অফিস থাকলেও কক্সবাজার বিভাগীয় অফিসের চকরিয়া উপবিভাগের একজন সহকারী প্রকৌশলী শঙ্খ, মাতামুহুরী এবং বাঁকখালী নদী ও শত শত পাহাড়ি খাল-ঝিরি তত্ত্বাবধান করে থাকে। ছবিটি গতকাল বিকেলে বান্দরবান শহরের শঙ্খ সেতু থেকে তোলা।

পাঠকের মতামত: