ঢাকা,রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো জেলা ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক ::  মহান একুশ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস উপলক্ষে পবিত্র শহীদ মিনারে কক্সবাজার জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান নয়ন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুল আলমের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে

কক্সবাজার জেলা জাতীয়তাবাদী ছাত্রদল। এসময় অন্যান্যের মধ্যে কক্সবাজার শহর ছাত্রদলের সভাপতি এনামুল হক এনাম, সাধারণ সম্পাদক আল আমিন, সহ সভাপতি হুমায়ন কবির হিমু, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা সাহেদ সহ পৌর ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক (ভা.) মিজানুল আলম জানিয়েছেন।

পাঠকের মতামত: