ঢাকা,বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

লামায় হাতির তাণ্ডবে নারীর মৃত্যু

লামা প্রতিনিধি ::  বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম জাহেরা বেগম (৫৪) ।

আজ বুধবার ভোর রাতে হাতির দলটি কালাইয়া পাড়ায় হামলা চালায়। এসময় হাতির দল জাহেরা বেগমের ঘরে ঢুকে পড়ে তছনছ করে এবং এক পর্যায়ে হাতির পায়ে পিষ্ঠ হয়ে জাহেরার মৃত্যু হয়। নিহত জাহেরা সরই ইউনিয়নের কালাইয়া পাড়ার ফজলুল হকের স্ত্রী।

বিষযটি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমানুল হক চকরিয়া নিউজকে জানান, খবর পেয়ে লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জানা গেছে, হাতির তাণ্ডবে ওই পাড়ার বাসিন্দারা এলাকা ছেড়েছে।

পাঠকের মতামত: