ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

লামায় গাছের ট্রাক উল্টে নিহত ১

nihotমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের লামায় লামা-সুয়ালক সড়কের টংগঝিরি এলাকায় গাছের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ১জন নিহত হয়। নিহত কাঠ ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন(৩৫) লামা উপজেলার সরই ইউনিয়নের আন্দারী প্রধানঝিড়ি এলাকার বাসিন্দা মৃত আনচার আলীর ছেলে ।

জানা গেছে, গজালিয়া ইউনিয়নের চিন্তাবর পাড়া থেকে কাঠ বোঝায় করে সরই যাওয়ার পথে টংগঝিরি বড় পাহাড় নামার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফিটনেস ও লাইসেন্স বিহীন গাড়ীটি পাহাড়ের খাদে পড়ে গেলে ঘটনাস্থলে মোঃ মহিউদ্দিন মারা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ীর ড্রাইভার মোঃ বশর পালিয়ে যায়। গাড়িটির মালিক লোহাগাড়া এলাকার বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ খোরশেদ মিয়া।

ssssট্রাক দূর্ঘটনায় নিহতের সত্যতা স্বীকার করে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোঃ শাহজাহান জানান, লাশ উদ্ধার করে নিহতের বাড়ি আন্দারী এলাকায় আনা হয়েছে। স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ, নিহতের পরিবারের সিদ্ধান্ত নিয়ে লাশের শেষ কার্য্য সম্পাদন করা হবে।

উল্লেখ্য, লামা উপজেলায় সহস্্রাধিক ট্রাক, মিনি পিকআপ, ট্রাক্টর ও জীপ প্রতিনিয়ত যাত্রী ও মালামাল আনা-নেয়া করে। যাদের অধিকাংশ গাড়ির নেই ফিটনেস ও লাইসেন্স।

পাঠকের মতামত: