ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

লামায় খালে ভেসে আসা লাশ উদ্ধার

lasমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

বান্দরবানের লামার গজালিয়া ইউনিয়নের বমু খালে সোমবার সকালে পানিতে ভেসে আসা জাবের আহমদ (৪৫) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। সে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মালুম্যা এলাকার মোজাফ্ফর আহমদের ছেলে।

প্রত্যেক্ষদর্শীরা জানায়, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড মালুম্যা গ্রামের জাবের আহমদ গজালিয়া ইউনিয়নের দূর্গম লুলাইং এলাকায় তামাক চাষ করত। রোববার বিকেলে লামা বাজারে আসার সময় লুলাইং খালের লুলাইং মুখ নামক স্থানে খালে পারাপারের জন্য নামে। খালের বেশী পানি থাকায় ও অতিমাত্রায় ¯্রােতে তাকে ভাসিয়ে নিয়ে যায়। এসময় তার সাথে থাকা মো. ইব্রাহিম (৩০) নামে আরেক জনকেও পানি ভাসিয়ে নেয়। ইব্রাহিম সাতাঁর কেটে কূলে ফিরে এলেও জাবের আসতে পারেনি। অনেক খোঁজাখুঁজির পরে তাকে আর পাওয়া যায়নি। অবশেষে সোমবার সকালে বমু খালের কচুছড়া নামক স্থানে তার লাশ ভাসতে দেখে উদ্ধার করে এলাকাবাসি।

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, পানিতে ভেসে যাওয়ার খবর পেয়ে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু পাওয়া যায়নি। সকালে তার লাশ উদ্ধারের খবর পেয়েছি।

লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন পানিতে ভেসে আসা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানটি অনেক দূর্গম। পুলিশ যাচ্ছে লাশ নিয়ে আনার জন্য। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে।

পাঠকের মতামত: