ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

লামার ১৮৬ জেলের মাঝে পরিচয়পত্র বিতরন

ুুুুমোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

লামা উপজেলার ১৮৬ জন নিবন্ধিত জেলের মাঝে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২টায় লামা পরিষদ সভাকক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নিবন্ধিত জেলেদের পরিচয়পত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খিন ওয়ান নু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) মোহাম্মদ জিয়া উদ্দিন সহ ইউপি চেয়ারম্যানগণ, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, সাংবাদিকগণ ও উপজেলাস্থ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্প হাতে নিয়েছেন। ফলে অবহেলিত জেলেদের ভাগ্য উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এ প্রকল্পের আওতায় প্রান্তিক জেলে জনগোষ্ঠির আগামী দিনে ভাগ্যের চাকা যে সামনের দিকে চলমান থাকবে এতে সন্দেহের অবকাশ নেই। এমন মন্তব্য করেছেন এলাকার বিভিন্ন স্তরের জনসাধারণ। তারা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কর্মকান্ডের ভূয়ষী প্রশংসা করেন।

পাঠকের মতামত: