ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

লামার রুপসীপাড়ায় তাঁতীলীগের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::

বান্দরবানের লামায় বাংলাদেশ তাঁতীলীগ রুপসীপাড়া ইউনিয়ন শাখার এক বিশাল পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টা রুপসীপাড়া বাজারস্থ এই জনসভা আয়োজন করা হয়। সভায় নবগঠিত রুপসীপাড়া ইউনিয়ন তাঁতীলীগের পরিচিতি শেষে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সকল সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

ইউনিয়ন শাখা তাঁতীলীগের সভাপতি ছিদ্দিক জমাদ্দার এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান। উপজেলা তাঁতীলীগের সভাপতি মো. নাছির উদ্দিন অনুষ্ঠানে উদ্বোধক ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পলাশ প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা পরিষদের সদস্য মোস্তফা জামাল, রুপসীপাড়া ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, লামা পৌর আওয়ামীলীগের সভাপতি মো. রফিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. তৈয়ব আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুব-ক্রীড়া সম্পাদক আব্বাস উদ্দিন সেলিম সহ প্রমূখ।

এছাড়া আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. মঞ্জুর আলম, রুপসীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সাখাওয়াতুল ইসলাম, লামা পৌর তাঁতীলীগের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম, কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম।

বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে তাঁতীলীগ লামা উপজেলায় নৌকাকে বিজয়ী করতে সকল ধরনের কার্যক্রমে অগ্রদুত হিসেবে কাজ করবে। জনগনের দৌড়গৌড়ায় আওয়ামীলীগের উন্নয়ন তুলে ধরে বান্দরবান ৩০০নং আসনে ৬ষ্ঠ বারের মত বীর বাহাদুর উশৈসিং এমপি কে বিপুল ভোটে নির্বাচিত করতে কাজ করবে তাঁতীলীগ।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাঠকের মতামত: