ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

লামা উপজেলা প্রশাসনের দোয়া ও ইফতার মাহফিলে -জেলা প্রশাসক

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ::

লামা উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে বিশাল দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার (৮ জুন) বাদে মাগরিব লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর এ জান্নাত রুমি।

আরো উপস্থিত আছেন, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. ইসমাইল, মাতামুহুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহাম্মদ, আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার নাজিমুল হায়দার, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, মোস্তফা জামাল, ফাতেমা পারুল, সহকারী কমিশনার (ভূমি) মো. সায়েদ ইকবাল, অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, ইউপি চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, মিন্টু কুমার সেন, ছাচিং প্রু মার্মা সহ প্রমূখ।

এছাড়া লামা আলীকদম উপজেলার সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, আলেম সমাজের প্রতিনিধি, ইমাম, এনজিও প্রতিনিধি ও স্থানীয় জনসাধারণ সহ দেড় সহ¯্রাধিক মানুষ ইফতার মাহফিলে অংশ নেয়।

বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন দিন ব্যাপী আরো নানা উন্নয়ন কাজ উদ্বোধন ও অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। সকালে লামা পৌরসভার উদ্যোগে ৩ হাজার ৮১ জন অসহায় দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ, ১৪টি ধর্মীয় প্রতিষ্ঠানে সোলার বিতরণ, জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ, ঈদ উল ফিতর উপলক্ষে বান্দরবান জেলা পরিষদের বিশেষ অনুদান ও প্রধান মন্ত্রীর পক্ষ থেকে ইমামদের ঈদ শুভেচ্ছা স্বরুপ চেক বিতরণ করেন।

পাঠকের মতামত: