ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

রোহিঙ্গাদের মাতৃভূমির অধিকার ফিরিয়ে দিতে আগামীকাল মিয়ানমার দূতাবাস ঘেরাও

gonojagoron-monchসংবাদ বিজ্ঞপ্তি :   মিয়ানমারে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর নির্মম অত্যাচার ও গণহত্যা বন্ধের দাবীতে আগামীকাল সোমবার বাংলাদেশস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ। বছরের পর বছর মিয়ানমার সরকার কর্তৃক নির্বিচারে রোহিঙ্গা নিধন চলছে, যা সাম্প্রতিক সময়ে সকল সীমা অতিক্রম করেছে। বাংলাদেশ সীমান্তে ঘরহারা লক্ষ লক্ষ রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু  এসে ভিড় করেছে। মানবতার এই চরমতম বিপর্যয়ের প্রেক্ষিতে গত ৮ সেপ্টেম্বর শাহবাগে গণজাগরণ মঞ্চের উদ্যোগে রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে ঢাকা র‍্যালি নামে একটি নাগরিক র‍্যালি অনুষ্ঠিত হয়।

 নাগরিক র‍্যালি  থেকে মিয়ানমার সরকারকে  তিন দিনের সময় দিয়ে  মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ের  কর্মসূচি ঘোষণা করেন  গণজাগরণ মঞ্চের মুখপাত্র  ইমরান এইচ সরকার।

ইমরান এইচ সরকার  বলেন, “বিশ্বের ভয়াবহতম  গণহত্যার শিকার একটি  জাতি হিসেবে নিপীড়িত  রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো  আমাদের কর্তব্য। মায়ানমারের  চলমান গণহত্যা বন্ধের  দাবিতে সোচ্চার হওয়া  বিশ্বের প্রতিটি বিবেকবান  মানুষের দায়িত্ব। আমরা  এই ভয়াবহ গণহত্যার প্রত্যক্ষদর্শী  হিসেবে সারা বিশ্বের  কাছে মানবতার এই চূড়ান্ত  অবমাননার খবর পৌঁছে দিতে  চাই। এই নির্মম জাতিগত  হত্যাযজ্ঞ চালানোর অধিকার  পৃথিবীর কোন দেশের কোন  সরকারের থাকতে পারে না।  অনতিবিলম্বে মিয়ানমারে  রোহিঙ্গা নিধন বন্ধ করতে  হবে এবং রোহিঙ্গাদের  তাদের নিজেদের মাতৃভূমিতে  পূর্ণ সম্মান, নিরাপত্তা  এবং মর্যাদার সাথে বসবাস  করার অধিকার ফিরিয়ে  দিতে হবে। দূতাবাস ঘেরাও  করে আমরা মিয়ানমারের  গণহত্যাকারী সরকারকে এই  বার্তা দিতে চাই যে, মানবতার  এই চূড়ান্ত অবমাননা  বন্ধ না করলে অচিরেই  পৃথিবীর প্রতিটি শান্তিকামী  মানুষের প্রতিবাদ-প্রতিরোধের  মুখোমুখি তাদের হতে হবে।”

আগামীকাল ১১ সেপ্টেম্বর সোমবার বিকেল তিনটায় গুলশান ২নম্বর গোলচত্বর থেকে মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি শুরু করবে গণজাগরণ মঞ্চ। সারাদেশের সকল বিবেকবান মানুষকে মানবিক আহ্বানে সাড়া দিয়ে ঘেরাও কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

 

পাঠকের মতামত: