ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা পাওয়ার দাবিতে চকরিয়া পৌর কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

Chakaria Pcture 18-05-2016চকরিয়া অফিস:

চকরিয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বাংলাদেশের সকল পৌর কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা, পেনশন ও অন্যান্য সরকারী সুবিধাদি রাষ্ট্রীয় কোষাগার থেকে পাওয়ার দাবিতে গতকাল বুধবার সকাল দশটায় চকরিয়া পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়। চকরিয়ার পুরাতন বিমানবন্দর সড়কের পৌরসভা কার্যালয়ের প্রবেশপথের সামনের সড়কে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচী পালন করেন।

পৌরসভার সামনে সকাল দশটায় কর্মসূচীর প্রধান সমন্বয়কারী আবু রাশেদ মো. জাহেদ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন চকরিয়া পৌরসভার সচিব মাস-উদ মোর্শেদ, সহ-প্রকৌশলী মুজিবুর রহমান, মেডিক্যাল অফিসার মো. লোকমান, উপ-সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. সফায়াত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা ছৈয়দুল হক আজাদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা রায়হান আক্তার রানু, প্রধান সহকারী মোস্তাক আহমদ, কর আদায়কারী জহুরুল মওলা, বাজার পরিদর্শক বশির আহমদ। ওইদিন আন্দোলনে সংহতি প্রকাশ করেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর মকছুদুল হক মধু, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বশিরুল আইয়ুব,। অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন ফরিদুল আলম, কামাল হোসেন, নুরুল আবচার মুনিরী, মো. এমরানুল হক, আরিফুল মোস্তফা, ছলিম উল্লাহ, রাকিব হাসান, শফিকুল হক, ওসমান গণি, হায়দার আলী, আবুল কালাম, রাজিফ চৌধুরী, নুরুচ্ছমদ, আবদুল হামিদ, জানে আলম, রিদুয়ান, রাশেদ কামাল, আওলাদ কামাল, নাজিম উদ্দিন, এটিএম কুদ্দুস, চম্পক দত্ত, রফিক, লতিফ, মিনহাজ, রবি, ফরিদুল আরম, রফিকুল আরম, জিয়াউর রহমান, জোবাইর, কাউচার, করিম, হারুনুর রশিদ, আকবর আহমদ, খোকন কান্তি, সাহাবউদ্দিন, শফিকুল, আব্বাছ, আমিন, সেলিম। ##

পাঠকের মতামত: